ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নুর মোহাম্মদ, কক্সবাজার :

 

কক্সবাজারের রামু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

 

আলোচনা সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের মধ্যে আলোচনা করেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ মো: আবু তাহের দেওয়ান, সাংবাদিক আমীর হোসাইন হেলালী, নুরুল ইসলাম সেলিম, নীতিশ বড়ুয়া।

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, গর্জনিয়া পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মোঃ নোমান।

 

কর্মকর্তাদের মধ্যে মহিলা বিষয়ক অফিসার উম্মে সুরাইয়া আমিন, আনসার ভিডিপি অফিসার আমান উল্লাহ, যুব উন্নয়ন অফিসার নুরে আলম মজুমদার, ফায়ার সার্ভিসের অফিসার সুমেন বড়ুয়া, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩০ ব্যাটালিয়নের রামু ক্যাম্প ইনচাজ শাহ আলমসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।

 

সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা আলোচনাকালে বলেন রামু উপজেলার আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো আছে, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন তাই কোনভাবেই আইন শৃঙ্খলার অবনতি করতে না পারে সেই দিকে নজর রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সজাগ থাকতে হবে সিদ্ধান্ত হয়।

 

এছাড়া মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনা করারও দাবি জানিছেন সদস্যরা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪