ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ার বন্যার্তদের যুবদলের ত্রাণ বিতরণ

পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ার বন্যার্তদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম বাহাদুর শাহ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেট এম মোসলেম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, সহ সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, অর্থ সম্পাদক জাকের হোসেন মিয়া, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক আজম ইকবাল, উজানটিয়া যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,পেকুয়া সদর পূর্বজোন যুবদলের সাধারণ সম্পাদক কায়ছার, সদস্য রিদুয়ান,বাচ্ছু,বেলালসহ অনেকই।

 

এসময় পেকুয়ার ৫ শতাধিক উপকারভোগীকে চাল, পিয়াজ, ডাল, সয়াবিন তৈল, আলু বিতরণ করেন। বিতরণ কালে উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম বাহাদুর শাহ বলেন, পেকুয়াবাসী স্মরণ কালের ভয়াবহ এ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির সকল নেতাকর্মীরা সব সময় জনগণের পাশে মানবসেবায় নিয়োজিত আছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪