ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগই তৃণমূল পর্যন্ত সুসংগঠিত দল- রামুর শোকসভায় বক্তারা

নুর মোহাম্মদ, কক্সবাজার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রামু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ড।

 

এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এর মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় সংযোজিত হয়েছিল। সেদিন ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হত্যা করেছিল একটি স্বাধীন সার্বভৌম জাতির ভবিষ্যৎকে।

 

প্রধান আলোচকের বক্তৃতায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আর ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ১৫ আগস্টের কুলাঙ্গাররাই ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তথা আওয়ামী লীগের রাজনীতিকে শেষ করে দিতে চেয়েছিল। সেদিন ভাগ্যের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন। শেখ হাসিনা আজ বেঁচে আছেন বলেই অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে চলছে বাঙালি জাতি।

 

রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে বক্তারা বলেন, একাত্তরের স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে নানামুখি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকল শোককে ভুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে শক্তিতে রূপান্তরিত করে নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।

 

রামু উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডলের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগই তৃণমূল পর্যন্ত সুসংগঠিত দল। সেভাবেই আদর্শের ভিত্তিতে সংগঠনকে গড়ে তুলতে হবে। তাই দলে বিভেদ ও দলাদলী না করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আওয়ামীলীগের তৃণমুলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

১৬ আগস্ট বুধবার সন্ধ্যায় রামু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও জেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক, কক্সবাজার-৩ সংরক্ষিত মহিলা এমপি কানিজ ফাতেমা আহমদ মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কর্ণেল (অব:) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, ব্যারিস্টার মিজান সাঈদ, রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন বড়ুয়া, মাষ্টার নুরুল আমিন, নুরুল ইসলাম বকুল, যুগ্ন সাধারণ সম্পাদক ও রামু প্রেসক্লাবের সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, যুগ্ম সম্পাদক সুজন শর্মা, সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন।

 

উপস্থিতি ছিলেন রামু উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল মালেক সিকদার, বাংলাদেশ আওয়ামী লীগ রামু উপজেলা শাখার সদস্য হাকিম আলী, সদস্য কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ, ইউনুস খাঁন, এডভোকেট নিক্সন, ফিরোজ মিয়া। নুরুল হক হেলালী ওবায়দুল হক, হাসান তারেক মোকিম, আক্তার কামাল, সরওয়ার আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেজা আক্তার রিনা, রামু ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদু রহিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোছন মেম্বার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাগের আহাম্মদ, সাধারণ সম্পাদক মনজুর ইসলাম,
গর্জনীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ মেম্বার, সাধারণ সম্পাদক মারুফ, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নরুল আলম হাজী, সাধারণ সম্পাদক কায়েশ বাঙালি, রশিদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহমদ বাবুল,সাধারণ সম্পাদক সাইম মোহাম্মদ শাহিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছন সিকদার, চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন সিকদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুহুর আলম, সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম রানা, খুনিয়াপালং ইউনিয়ন এবং সভাপতি চেয়ারম্যান আবদুল হক কোম্পানি, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, সাধারণ সম্পাদক বাবু সজীব শর্মা।

 

আলোচনা সভা শেষে, ১৫ আগষ্টসহ যারা দেশের জন্য জীবন দিয়েছেন সকলের আত্মার মাগফেরাত ও দেশ-জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪