ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাগুরাকে বিশ্বের এক নম্বর জেলা বানাব: সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, তিনি নির্বাচিত হলে সবার সহযোগিতায় মাগুরাকে বিশ্বের এক নম্বর জেলা হিসেবে গড়ে তুলবেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবারের মতো এদিন নিজ শহর মাগুরায় গেছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব। গাড়িবহর নিয়ে সেখানে গেলে মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা ওয়াপদা বাজার এলাকায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সাকিব এরপর শহরের জামরুলতলায় দলীয় কার্যালয়ে পৌঁছান।

 

সেখানে আয়োজিত সভায় নৌকার এ প্রার্থী বলেন, মাগুরা-১ আসনে (আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য) সাইফুজ্জামান শিখর ভালো কাজ করেছেন। এখানে যদিও মনোনয়ন পেয়েছি, এটা আসলে তারই আসন। আমরা দুইজন একসঙ্গে কাজ করবো। দুইজন মিলে সামনের পাঁচ বছর মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

 

রাজনীতিতে নিজেকে ‘ক্লাস ওয়ানের ছাত্র’ উল্লেখ করে সাকিব আল হাসান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহযোগিতায় মাগুরা জেলাকে সারা বিশ্বের কাছে এক নম্বর জেলা হিসেবে গড়ে তুলবো।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।