ই-পেপার | বুধবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

দৈনিক মানবজমিন পত্রিকার ২৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এই সময় ব্যুরো ইনচার্জ জালাল রুমিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, সাবেক ছাত্রনেতা আ ন ম জোবায়ের, প্রমুখ।