ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মনসুরনগর ইউনিয়ন আ’লীগের আহবায়ক কমিটির বৈধ্যতা নিয়ে সংবাদ সম্মেলন

সালেহ আহমদ (স’লিপক), সিলেট :

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়নের ঘোষিত আওয়ামী লীগের আহবায়ক কমিটি অসাংগঠনিক, মনগড়া ও আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপন্থি বলে দাবী করে সংবাদ সম্মেলন করেছেন ৮নং মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল নুর গুলু।

 

 

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাজনগরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুল নুর গুলু লিখিত অভিযোগে বলেন, গত ২১ সেপ্টেম্বর ৮নং মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ কমিটির সম্পাদক আব্দুল নুর গুলুসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটিকে না জানিয়ে অসাংগঠনিকভাবে সংখ্যাগরিষ্ঠ তৃনমূল আওয়ামীলীগের নেতা কর্মীদের না জানিয়ে ৮নং মনসুরনগর ইউনিয়ন পরিষদ মিলায়াতনে এক বর্ধিত কর্মী সভার মাধ্যমে কমিটি বিলুপ্তি ঘোষনা করেন। একই সাথে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেন।

 

 

এসময় রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত উপস্থিত ছিলেন। ঘোষিত কমিটির আহবায়ক করা হয়েছে আব্দুল মুকিদ ও যুগ্ম আহবায়ক হোসাইন আহমদকে। তারা কোন সময় আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেননা। বর্ধিত কর্মী সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী ইমানী উপস্থিত ছিলেন না। এমনকি বিষয়টি তিনি অবগত নন। সংগঠনের এমন গুরুত্বপূর্ন বিষয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এককভাবে সিন্ধান্ত নেওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের তৃনমুল নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে বিরুপ প্রভাব ফেলেছে এবং কর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার করেছে।

 

 

অসাংগঠনিক অবৈধ আহবায়ক কমিটির মাধ্যমে দলকে বিভক্ত করে কতিপয় ব্যক্তি দলে নিজস্ব বলয় সৃষ্টির পায়তারা করছে। এব্যাপারে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে লিখিতভাবে অবগত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহাজান খাঁন, ৬নং টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খাঁন, ৮নং মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান সাদিক, উপজেলা আওয়ামীলীগের নেতা ফয়ছল আহমদ, ১নং ওয়ার্ড আওামীলীগের সভাপতি মোঃ সেলিম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছাপা মিয়া, বাচ্চু চৌধুরী, কয়েছ আহমদ, শামাউন কোরেশী, গুলু মিয়া প্রমূখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪