ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার ঢাকায় আসছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্য

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের এক‌টি প্রতি‌নি‌ধিদল শ‌নিবার (২৭ জানুয়া‌রি) পাঁচদি‌নের সফ‌রে বাংলা‌দেশ আস‌ছে। তারা কক্সবাজা‌রে রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শ‌নে যা‌বেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্র জানায় , শ‌নিবার ব্রিটিশ পার্লামেন্টে চার সদস‌্য বাংলা‌দেশ সফ‌রে আস‌বেন। তাদের ম‌ধ্যে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পা‌র্টির সদস‌্য থাক‌বেন।

ব্রিটিশ পার্লামেন্টের সদস‌্যরা রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শ‌নে যা‌বেন। তাদের সি‌লেট ভ্রম‌ণের কথা রয়ে‌ছে। প্রধানমন্ত্রী এবং স্পিক‌া‌রের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

শনিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে প্রতিনিধিদল সৌজন‌্য সাক্ষাৎ কর‌বে। সফরকালে বা‌ণিজ‌্য প্রতিমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠক হবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট