ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) সকালে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথবাক্য পাঠ করানো হয়। বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান আবদুল মতিনকে শপথবাক্য পাঠ করান খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

 

অন্যদিকে বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩জন সংরক্ষিত নারী সদস্য ও ৯জন সাধরাণ সদস্যকে শপথ বাক্য পাঠ করান মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

 

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী উপস্থিত ছিলেন।
পৃথক অনুষ্ঠানে স্থানীয় সরকার আইন অনুযায়ী চেয়ারম্যান-মেম্বারদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জান ও মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। নবনির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যরাও তাদের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪