ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সফিউল আলমের ইন্তেকাল: কক্সবাজার জেলা প্রেসক্লাব ও সিএনএন বাংলা’র শোক

বার্তা পরিবেশক:

দৈনিক আমার সংবাদ ও বাংলাদেশ টুডে’র কক্সবাজার প্রতিনিধি সফিউল আলম ইন্তেকাল করেছেন। তিনি রোববার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে চট্টগ্রামে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

সফিউল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবাণী দিয়েছে কক্সবাজার জেলা প্রেসক্লাব।

জেলা প্রেসক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, যুগ্ম সম্পাদক আবছার কবির আকাশ, সহসম্পাদক মো: আমিন উল্লাহ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, অর্থ সম্পাদক জাহেদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শামশুল আলম শ্রাবণ, আইসিটি সম্পাদক কামরুল হাসান মামুনসহ সকল নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 

সাংবাদিক সফিউল আলম লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি পিতামাতা, তিন কন্যা, স্ত্রী, ভাইসহ অনেক স্বজন রেখে গেছেন।

 

রোববার আছরের নামাজের পর পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

 

সফিউল আলম ১৯৭৭ সালে ২৮ নভেম্বর পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরীপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ওসমান গণি, মাতা সাজেদা বেগম।

 

সফিউল আলম ২০১১ সালে গণমাধ্যমে কাজ শুরু করেন। কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকায় কাজ শুরু করা এই সাংবাদিক পত্রিকাটির সর্বশেষ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জাতীয় দৈনিক দি বাংলাদেশ টুডে ও দৈনিক আমার সংবাদ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান।

 

সিএনএন বাংলা’র শোক:
সাংবাদিক সফিউল আলমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে সিএনএন বাংলা ২৪। সম্পাদক তৌহিদ বেলাল, নির্বাহী সম্পাদক সালাহউদ্দিন কাদের, ব্যবস্থাপনা সম্পাদক শাকের বিন ফয়েজ, বার্তা সম্পাদক রোকনউদ্দিন আল মুরাদসহ সিএনএন বাংলা’র সকল নিজস্ব প্রতিবেদক, বিশেষ প্রতিনিধি, ব্যুরো চিফ, অন্যান্য সকল প্রতিনিধি ও সংবাদদাতা এবং কলাকুশলীরা সাংবাদিক সফিউল আলমের ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪