চট্টগ্রাম ব্যুরো:
বাঁশখালীতে ৫ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা মালামাল ও গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা-টমটম পুড়ে গেছে।
মঙলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের জালিয়াখালী নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
বাঁশখালী ফায়ার সার্ভিসের লিডার নুরুল বাশার বলেন, আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।