ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভেঙে পড়ল বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ

সিএনএন বাংলা ডেস্ক:

সোহরাওয়ার্দী উদ্দ্যানে নেতাদের চাপে ভেঙে পড়েছে বিএনপি অঙ্গসংগঠনের তারুণ্য সমাবেশের মঞ্চ ।

 

শনিবার (২২ জুলাই) বেলা দুইটার কিছু আগে ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মঞ্চটি মেরামত করা হয়। দুপুর সোয়া দুইটায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ পুনরায় শুরু হয়।

সূত্র জানায়, সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। অনেকে মঞ্চে উঠে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীদের গান গাওয়ার ফাঁকে নেতাদের চাপে মঞ্চ ভেঙে পড়ে।

তারুণ্যের সমাবেশ সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছে। ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪