ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্রুত এবং কার্যকর প্রাথমিক চিকিৎসা কর্মস্থলে আহত শ্রমিকের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ইউএনও

সীতাকুন্ড প্রতিনিধি:

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর আয়োজনে গত ০৯মে বৃহস্পতিবার সকাল ১১টায় জাহাজভাঙা শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ বিষয়ে এক উদ্বোধনী অনুষ্ঠান সীতাকুন্ড উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্তের সভাপতিত্বে এবং জাহাজভাঙ্গা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক তথ্য কেন্দ্রের সমন্বয়ক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ শাহীন চৌধুরী, বিলস এর পরিচালক কোহিনুর মাহমুদ, বিলস-এলআরএসসি সেন্টার কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন।

প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সীতাকুন্ড স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল এবং কুমিরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ডের নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, জাহাজভাঙা শ্রমিকদের কাজের স্বভাবগত বিপজ্জনক প্রকৃতির কারনে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। জাহাজভাঙা শ্রমিকেরা ভারী যন্ত্রপাতি,লোহালক্কড় এবং বিষাক্ত পদার্থযুক্ত স্থানে কাজ করে বিধায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকতে হয়।

এই সেক্টরে কর্মরত শ্রমিকেরা দুর্ঘটনায় পতিত হলে তাদের তাৎক্ষনিক চিকিৎসা প্রদান করা খুবই জরুরী। দ্রুত এবং কার্যকর প্রাথমিক চিকিৎসা কর্মস্থলে আহত শ্রমিকের জীবন বাঁচাতে, আঘাতের তীব্রতা কমাতে, দীর্ঘস্থায়ী জটিলতা প্রতিরোধে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে সক্ষম হয়। জাহাজভাঙা শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস জাহাজভাঙা শিল্প সেক্টরের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করি।

তিনি শ্রম সেক্টরে বিলস এর গবেষণা কার্যক্রম, শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিকল্পে বিলস এর বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য এই বৎসর প্রতি ব্যাচে ১৫ জন করে ১৮টি প্রশিক্ষণের মাধ্যমে ২৭০ জন জাহাজভাঙা শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা করেছে বিলস