ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 

চন্দনাইশ প্রতিনিধি:

ছোট ভাই আব্দুল বায়েজের হাতে বড় ভাই মো: মুছা (৫৫)খুন হয়েছে। শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দোহাজারী পৌরসভাধীন ফুলতলা ছগিরপাড়ার ৩নং ওয়ার্ডের মৃত আঃওয়ারেছের ছেলে মোঃ মুছা (৫৫) তার আপন ছোট ভাই আব্দুল বায়েজের হাতে খুন হয়েছে। টাকা লেনদেনের বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করার পর মোঃ মুছা গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে দোহাজারী হাসপালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোঃ মুছাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।