ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান হত্যা : ৩ আসামির দোষ স্বীকার

আদালত প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেটে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আসামিরা হলেন- রাব্বি (২১), কামরুল (৪৫) ও লিটন (২১)।

সোমবার (৩ জুলাই) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এদিন আসামিরা খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক শাহ আলম তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল-ফারাবী আসামি রাব্বি ও কামরুলের জবানবন্দি রেকর্ড করেন। অপরদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম আসামি লিটনের জবানবন্দি রেকর্ড করেন। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়।

আদালতে তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ রকিবুর রহমান সিএনএন বাংলা২৪কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন জানান, কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যাকাণ্ডে এই তিন ছিনতাইকারী সরাসরি জড়িত।

তিনি বলেন, ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন পুলিশ সদস্য মনিরুজ্জামান। ছিনতাইয়ের উদ্দেশ্যেই কনস্টেবল মনিরুজ্জামানকে খুন করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: