ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিসিপিএ ইয়ুথ দাবায় আযান চ্যাম্পিয়ন, তুষিন রানার্সআপ

হোসেন বাবলা, চট্টগ্রাম:

চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে সিজেকেএস দাবা কমিটি ও দাবা ফেডারেশনের সহযোগিতায় ৬ষ্ঠ সিসিপিএ ইয়ুথ রেটিং দাবা টুর্নামেন্টে শাফায়াত কিবরিয়া আযান ৬ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন।

সমান খেলায় ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকারের মাধ্যমে তুষিন তালুকদার ১ম রানার্সআপ, জাইবির নুর জারিফ ২য় রানার্সআপ এবং আহনাফ তাহমিদ ডায়ান ৪র্থ স্থান অর্জন করেন। সমান খেলায় ৪.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকারের মাধ্যমে প্রান্জল বড়ুয়া ৫ম, অন্বয় দাশ ৬ষ্ঠ, নাজিফ নিয়াজ ৭ম ও অংসিং থোয়াই মারমা ৮ম স্থান অর্জন করেন।

 

এছাড়া নন রেটেড বিভাগে আফিফ নেওয়াজ, বালিকা বিভাগে ওয়ারিছা হায়দার, অনুর্ধ্ব ১০ বিভাগে অনিন্দ্য রিক, অনুর্ধ্ব ১২ বিভাগে সৈয়দ শাফিউল মুসনাবিন ও অনুর্ধ্ব ১৪ বিভাগে আহনাফ ফাউ সেরা খেলো

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪