ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী নদীতে ডুবলো সারবোঝাই জাহাজ, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘মাকসুদা-২’ নামে সার বোঝাই একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট এলাকার কর্ণফুলী ড্রাইডকের কাছে নদীর মাঝখানে এটি ডুবে যায়। তবে জাহাজটির নাবিক-শ্রমিকরা নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক সার্ভেয়র নিঁখোজ রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ রাতে সোয়া একটায় জাগো নিউজকে বলেন, বহির্নোঙর থেকে আমদানিকৃত সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মধ্যখানে ‘মাকসুদা-২’ নামে একটি লাইটার ডুবে গেছে।

খবর পেয়ে নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে আমাদের আগেই জাহাজের লোকজন স্থানীয় নৌকার সহযোগিতায় উদ্ধার হয়। তবে উদ্ধার হওয়া নাবিকদের ভাষ্যমতে জাহাজটিতে একজন সার্ভেয়র ছিলেন। যিনি আমদানিকারকের পক্ষে জাহাজের আমদানিপণ্য সার্ভে করেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধারে অভিযান চলছে। তবে কি কারণে জাহাজটি ডুবেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।

তিনি বলেন, জাহাজটি মাঝনদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্যজাহাজের চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’ এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে জাহাজটি ডুবতে থাকে। পৌনে দশটার দিকে পুরোপুরি তলিয়ে যায়। এসময় জাহাজে থাকা লোকজন নদীতে লাফ দিলে আশেপাশে থাকা নৌকার সাহায্যে তারা উদ্ধার হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট