ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে শেষ হাসি হাসলেন মুজিবুর রহমান সিআইপি

শিব্বির আহমদ রানা, বাঁশখালী 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র্য প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপি বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ঈগল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৪ শত ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ কবির লিটন ট্রাক প্রতীকে পেয়েছেন
৩২হাজার ২শত ২০ভোট।

 

এর আগে রোববার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ চলে। এ আসনে ১০জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ) কে হুমকি, এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘনের কারণে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন।

 

নির্বাচনে এ আসনে স্থানীয় আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান বেঞ্চ প্রতিকে পেয়েছেন
২৯৩ ভোট। ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর করিম শরীফি কংগ্রেস পার্টি থেকে ডাব প্রতিকে পেয়েছেন ৮৪ ভোট। ন্যাপের প্রার্থী আশীষ কুমার শীল কুঁড়েঘর প্রতিকে পেয়েছেন ৩১১ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরী মোমবাতি প্রতিকে পেয়েছেন ১ হাজার ১শত ২৫ভোট। ইসলামী ঐক্যজোটের শফকত হোসেন চাটগামী মিনার প্রতিকে পেয়েছেন ১১৪ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবদুল মালেক আশরাফী চেয়ার প্রতিকে পেয়েছেন ৫০৩ ভোট। এনপিপির মামুন আবছার চৌধুরী আম প্রতিকে পেয়েছেন ১০৬ ভোট।

 

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (চট্টগ্রাম-১৬) জেসমিন আক্তার বলেন, যথাসময়ে ভোটগ্রহণ শুরু এবং শেষ হয়েছে। এ নির্বাচনে কেন্দ্র ১১৪টি। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

উল্লেখ্য, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৩ লাখ ৭০ হাজার ৭৭৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৯২ হাজার ২৫৫। বাতিল ভোট সংখ্যা ৩৬ হাজার ৯৬৮।