ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকছড়িতে চোরাই যাওয়া মাহিন্দ্র পিক আপ গাড়ি উদ্ধারসহ আটক-১

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মাহিন্দ্র পিকআপ গাড়ী চোরাই যাওয়া হয় মর্মে মানিকছড়ি থানায় মামলা নং-১২, তারিখ- ২৬ আগস্ট একটি মামলা রুজু হয়।

 

এই ব্যাপারে মানিকছড়ি থানার এসআই আওলাদ হোসেন ফটিকছড়ির ভুজপুর আছিয়া চা বাগান থেকে মোঃ আরমান শরীফ(২০)কে চোরাই যাওয়া মাহিন্দ্র পিক আপ গাড়ি উদ্ধারসহ আটক করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী মোঃ আরমান শরীফ(২০) পিতা-মোঃ ইউসুফ মেস্তরী, মাতা-রাবেয়া বেগম , গ্রাম- যোগ্যাছোলা (যোগ্যাছোলা বাজার, ০৬নং ওয়ার্ড, ০৩নং যোগ্যাছোলা ইউপি) , থানা- মানিকছড়ি, জেলা -খাগড়াছড়ি বলে জানাযায়।

 

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আনছারুল করিম বলেন গ্রেফতারকৃত আসামীকে থানা হাজতে রাখা হয়েছে। বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪