ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গু থেকে বাঁচতে জনগণকেও ভূমিকা রাখতে বললেন চসিক মেয়র রেজাউল

হোসেন বাবলা,চট্টগ্রাম:

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ জুলাই) নগরের ৩৫ নম্বর ওয়ার্ডের চাক্তাই ও খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন খাল, নালা, সড়ক পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

 

রেজাউল করিম বলেন, মশা কমাতে চসিকের উদ্যোগে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম চলমান আছে। তবে মশার উপদ্রব কমাতে জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ঘর ও ছাদে জমে থাকা পানিতে বিপুল মশা জন্ম নিচ্ছে। এক্ষেত্রে জনগণকে স্ব-উদ্যোগে নিজ নিজ বাসভবনে জমে থাকা পানি সরাতে হবে। তবেই, ক্রাশ প্রোগ্রামের প্রকৃত সুফল পাওয়া যাবে।

 

মেয়র বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকেই ফার্মেসি থেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই সাধারণ জ্বরের ওষুধ গ্রহণ করছেন। তারা একদম শেষ সময়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এজন্য জনগণের প্রতি আহ্বান ডেঙ্গুর লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে সরকারি হাসপাতালে ভর্তি হন। দ্রুত চিকিৎসা গ্রহণে ডেঙ্গু ভালো হয়।

 

এ সময় মেয়রের সঙ্গে কাউন্সিলর হাজী নুরুল হক ও চসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: