ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষংছড়ি আওঃ লীগের কর্মী সভায় বক্তারা শফিউল্লাহকে নির্বাচিত করতে ঐক্যবদ্ব হয়ে কাজ করুন।

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষংছড়ি,

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩ মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলার রেষ্ট হাউজের মাঠে অনুষ্ঠিত এ কর্মী সভা আওয়ামীলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, বিশেষ অতিথি ছিলেন, যুগ্ন সম্পাদক ও বান্দরবান জেলাপরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা যুবলীগের আহবায়ক কেলু মং মারমা, জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না,জেলাপরিষদ সদস্য ক্যানোওয়ান চাক,কর্মী সভায়৷

 

বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সদস্য ও পার্বত্য মন্ত্রাণালয়ের সাবেক মন্ত্রী এমপি বীর বাহাদুরের প্রতিনিধি আবু তাহের কোম্পানি,জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, বাইশারী ইউপি চেয়ারম্যান আলম কোম্পানি, সোনাইছড়ি চেয়ারম্যান এ্যানিং মার্মা,দোছড়ি সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান মাহাবুব রায়হান।

 

উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন মামুন শিমুলের সঞ্চালনায় কর্মী সভায় আগামী ২১মে নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামীলীগের মনোনিত আনারস প্রতীকের প্রার্থী নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ কে বিজয় করতে এবং সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে অনুষ্ঠিত হয় এ কর্মী সভা।

 

এতে বক্তারা বলেন, অধ্যাপক শফিউল্লাহ’ আওয়ালীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামীলীগের পরীক্ষিত সৈনিককে জয়যুক্ত করার জন্য নাইক্ষংছড়ি উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহ্বান জানান।