ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড়ের কোরিয়ান গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস।

 

শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর বায়েজিদ, আগ্রাবাদ ও চন্দনপুরার তিনটি স্টেশনের ৬টি ইউনিটের বেশি কাজ করছে।

 

ফায়ার সার্ভিস বায়েজিদ স্টেশনের ফায়ার ফাইটার শিবলি সাদিক সিএনএন বাংলা২৪কে বলেন, বিকাল ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনেরও কয়েকটি ইউনিট যোগ দিয়েছে।