ই-পেপার | মঙ্গলবার , ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চোরাই বৈদ্যুতিক তারসহ গ্রেপ্তার ১, ট্রাক জব্দ!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুতের চোরাই বৈদ্যুতিক তারসহ সুমন শেখ নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত মেট্রো-১৭-৬৪৯৫ নম্বর প্লেট সংযুক্ত একটি ট্রাক জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ। চোরাই বৈদ্যুতিক তারের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। পুলিশের হাতে গেপ্তার হওয়া সুমন শেখ ঠাকুরগাঁও উপজেলার মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ব্যপারে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।