ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইয়াবাসহ ২পাচারকারী আটক : ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের পৃথক দু’টি চেকপোষ্টে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় মাদক বহন করায় দুটি ট্রাক জব্দ করা হয়।

 

 

শুক্রবার (৭ জুলাই) রামুর মরিচ্যা চেকপোষ্টে ঢাকাগামী একটি ট্রাক থেকে ৭ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। এসময় উখিয়ার হলদিয়া পালংয়ের জাফর আলমের পুত্র খোরশেদ আলমকে আটক করা হয়।

 

অপরদিকে মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর চেক পোস্টে ঢাকাগামী একটি ট্রাক থেকে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাব’লেট উদ্ধার করে। ওই সময় বাগেরহাট এলাকার নুরুল আলম নামের এক জনকে আটক করা হয়।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা