ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ইমরান খানকে আদালতের তলব

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তলব করেছে। অন্তত পাঁচটি সন্ত্রাসী মামলায় আগামীকাল (মঙ্গলবার) তাকে আদালতে তলব করা হয়েছে। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) পিটিআইয়ের নেতা আসাদ ওমর, আমির মেহমুদ কিয়ানি, জামশেদ মেহবুব ও মুনির আহমেদও তলব করেছে। এদিকে, সোমবার দেশটির সন্ত্রাসবিরোধী অপর একটি আদালত তিনটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে।

 

এআরওয়াই নিউজ বলছে, পাকিস্তানের কাহনা ও ভারা কাহু থানায় নথিভুক্ত তিনটি মামলায় পিটিআই চেয়ারম্যানকে জামিন দিয়েছে এটিসি। আদালত ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্ত শুরু করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। মামলার তদন্ত কার্যক্রমে বিলম্ব কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছে আদালত।

 

বিচারক বলেছেন, আমরা অভিযুক্ত বা মামলার বাদিকে সমর্থন করছি না। তবে তদন্ত স্বচ্ছভাবে হওয়া উচিত।

এআরওয়াই নিউজ বলছে, জিন্নাহ হাউস, আসকারি টাওয়ার ও শাদমান থানায় হামলা, মডেল টাউনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) অফিসে ভাঙচুর ও ৯ মে ইমরান খানকে গ্রেফতারের পর পিটিআইয়ের কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও কন্টেইনারে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় ইমরান খান ও পিটিআই নেতাদের তলব করেছে আদালত।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪