ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সাইদুল ইসলাম নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) সকালে এ তথ্য নিশ্চিত করছেন কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

গ্রেপ্তার ওই যুবদল নেতা কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, যুবদল নেতা সাইদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা প্রচারণা চালান। বিষয়টি কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কচাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাউল রহমানের নজরে আসে। পরে তিনি গতকাল বৃহস্পতিবার থানায় এজাহার দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি গোলাম মর্তুজা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে মোবাইল ফোন, ব্যঙ্গ করা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি জব্দ করা হয়েছে। ওই নেতাকে আজ আদালতে সোপর্দ করা হবে।