ই-পেপার | রবিবার , ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ কোতোয়ালী থানার এসআই আরিফুল ইসলাম

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:
মামলার রাহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জন্য ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন কোতোয়ালী মডেল থানার মো. আরিফুল ইসলাম। তিনি সুনাম ধন্য পরিবারের সন্তান, ইতিপূর্বে ময়মনসিংহ কোতোয়ালী থানায় কর্মরত ছিলেন এবং বর্তমানেও কর্মরত আছেন।

আজ মঙ্গলবার ( ১৬ জানুয়ারি ২০২৪) তারিখ ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তার হাতে পুরস্কার তুলে দেন।

অনুভূতি প্রকাশে মোঃ আরিফুল ইসলাম বলেন আমি যতদিন যাবৎ চাকুরীতে আছি সবসময় মানুষের প্রয়োজনে কাজ করেছি। আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের মানুষের স্বার্থে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার (ওসি) মোঃ মাইন উদ্দিন বলেন, আরিফুল ইসলাম খুব দক্ষ চৌকস অফিসার। আমি তার জন্য দোয়া করি সে যেন আরও দ্বায়িত্বের সাথে কাজ করতে পারেন।