ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জুড়ীতে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যুবদের ক্ষমতায়ন ও জাতীয় যুবনীতি বাস্তবায়নকল্পে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জুড়ী উপজেলার মোক্তাদির উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে যুব ফোরামের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আস্থা প্রকল্পের সহযোগিতায় হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ এ সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলা যুব ফোরামের আহবায়ক সেলিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক নজরুল ইসলাম মুহিব।

রূপান্তর এর জেলা সমন্বয়কারী মুনজিলা এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার নাগরিক প্লাটফর্ম এর সদস্য সাইফুল ইসলাম সুমন, জুড়ী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ তাজুল ইসলাম।