ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তুব‌দিয়া বি‌এন‌পি’র ইফতার ম‌াহ‌ফিল

স্টাফ রি‌পোর্টার,কুতুব‌দিয়া:

কুতুব‌দিয়া উপ‌জেলা বিএন‌পি ও অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের উ‌দ্যো‌গে দলীয় কারামুক্ত নেতা-কর্মীদের সংবর্ধনা ও ইফতার মাহ‌ফিল মঙ্গলবার(৯ এ‌প্রিল) বড়‌ঘোপ ইলহাম ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে অনু‌ষ্ঠিত হয়।

 

উপ‌জেলা বি‌এন‌পির সহসভাপ‌তি নুরুল আবছার’র সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান জালাল আহমদ, বি‌শেষ অ‌তি‌থি‌দের ম‌ধ্যে উপ‌জেলা বিএন‌পির যুগ্ন সম্পাদক মাস্টার কামরুল হাসান, কৈয়ার‌বিল ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি প‌্যা‌নেল চেয়ারম‌্যান শ‌ফিউল আলম ,বিএন‌পি নেতা এসএম শাহ‌নেওয়াজ, মাস্টার দিদারুল হক, ছাত্রনেতা সাইফুল জামান প্রমুখ বক্তব‌্য রা‌খেন।

 

ইফতার মাহ‌ফি‌লে বিপুল সংখ‌্যক বিএন‌পি ও সহ‌যোগী সংগঠ‌নের নেতা-কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।