ই-পেপার | শুক্রবার , ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ার খুটাখালীতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সেলিম উদ্দীন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বৃহত্তর ৬নং ওয়ার্ড থেকে ২০২৩ সালের ২৮ জুলাই প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান মুন্সি।

শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে ইউনিয়নের পুর্বপাড়া সড়কে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

যুবনেতা মোঃ ইমরান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এসএম মনজুর। বিশেষ অতিথিদের মধ্যে আওয়ামীলীগ নেতা এম বেলাল আজাদ, শিক্ষক ছৈয়দ আকবর, মাওলানা শাহাব উদ্দীন আরমান, ব্যবসায়ী শামসুল আলম, নারী ইউপি সদস্য শারমিন সোলতানা লালু, যুবনেতা শীষ মোহাম্মদ রাশেল, সাংবাদিক সেলিম উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৬০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও শিক্ষক এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এইচ এম কাদের, সিএনএন বাংলা ২৪