ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবার সঙ্গে গরু কিনে বাড়ি ফেরা হলো না মান্নানের

সিএনএন বাংলা২৪,বরগুনা:

বরগুনা পৌর এলাকায় পিকআপভ্যান থেকে পড়ে মো. মন্নান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জুন) বিকেলে পৌরসভার সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মান্নান সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া এলাকার আবদুল আজিজের ছেলে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, বাবা আবদুল আজিজের সঙ্গে পটুয়াখালী থেকে গরু কিনে পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন মান্নান। পথে বরগুনার সোনাখালী এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের পেছন থেকে মন্নান ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে বরগুনা হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।