ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খুটাখালীতে জাফর আলম এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সেলিম উদ্দীন, ঈদগাঁও :

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে আলহাজ্ব জাফর আলম এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

 

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় অঙ্গীকার খেলার মাঠে উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা। খেলার উদ্বোধক ছিলেন এমপিপুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

 

এতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি এম বেলাল আজাদ, সাধারণ সম্পাদক বাহাদুর হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক ভুট্রো।

 

এসময় ইউপি মেম্বার আবদুল আউয়াল, ছৈয়দ হোছাইন, জিশান শাহরিয়ার, আওয়ামীলীগ নেতা ঈদুল আমিন, আকতার কামালসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

 

টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্গীকার ক্রীড়া সংসদের সভাপতি মোরশেদুল করিম। সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রনির সার্বিক ব্যবস্থপনায় উদ্বোধনী খেলায় শেখ রাসেল স্পোটিং ক্লাব চকরিয়াকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে সুচনা করে পালং স্পোর্টিং ক্লাব কোটবাজার।

 

টুর্ণামেন্টকে দর্শকের কাছে আকর্ষনীয় করে তুলতে আয়োজকরা নিয়েছেন র‍্যাফেল ড্র’র উদ্যোগ। থাকছে মোটরসাইকেল, বাইসাইকেল, এন্ড্রয়েড মোবাইল ফোন, ব্লেন্ডার মেশিন, রাইস কুকারসহ ক্রীড়াপ্রেমীদের জন্য আকর্ষণীয় বিভিন্ন পুরষ্কার।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪