ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রামু:

কক্সবাজারের রামুতে ভোকেশনাল ইন্সটিটিউট এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও এক নারীসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ জুলাই) বিকেল তিনটার দিকে এই অভিযান চালায়।

গ্রেপ্তাররা হলেন- রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম কাউয়ারখোপ গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র নুরুল আলম (৪০) ও রামু উপজেলার জাদিমুরা এলাকার আবু সৈয়দের মেয়ে রুজিনা আক্তার (১৯)। র‌্যাব জানায়, গ্রেপ্তার দুই মাদক কারবারিকে লিখিত এজাহার দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪