ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারীকে বিবস্ত্র করে মাংস তুলে নির্যাতন, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া :

চকরিয়ায় ইসমত আরা বেগম (৩৮) নামের এক নারীকে বিবস্ত্র করে শরীর থেকে ধারালো অস্ত্র দিয়ে মাংস তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় মামলা হওয়ার পর র‌্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে।

 

ভুক্তভোগী ইসমত আরা বেগম চকরিয়ার কাকারা ইউনিয়নের ইসলাম নগর এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার (ভোর ৭টার দিকে চকরিয়ার কাকারা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইসলাম নগর এলাকায় ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী পরিবার মামলা করলে শনিবার (১৫ জুলাই) তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪