ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুর লোকালয়ে এসে বন্যহাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রামুর দারিয়ারদিঘি এলাকায় সংরক্ষিত বনে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) এঘটনা ঘটে। বন্য হাতিটি রামুর খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদিঘির কেচুবনিয়া পাহাড়ে অসুস্থ হয়ে পড়ে বুধবার।

 

খুনিয়াপালং রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, একটি বন্যহাতি লোকালয়ে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টা করেও হাতিটিকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। হাতিটির শরীরে কোনো অংশে আঘাতের চিহ্ন বা ক্ষত পাওয়া যায়নি।

 

বন বিভাগ বলছেন, বদহজম বা অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে হাতির মৃত্যু হতে পারে। এটি এশিয়ান প্রজাতির পুরুষ হাতি, যার আনুমানিক বয়স ৬৫-৭০ বছর হতে পারে।

 

বৃহস্পতিবার চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কের পশু চিকিৎসক হাতিটির মৃত্যু হয়েছে বলে জানান। পরে হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুৃঁতে ফেলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪