ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় সামশুল হক চৌধুরী ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনে তিনবারের এমপি হুইপ সামশুল হক চৌধুরী ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।তিনি গতকাল পটিয়ায় প্রতিক পেয়েই সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনকে অংশ গ্রহন মূলক ও উৎসব মূখর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়েই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এ নির্বাচনে কে কার পক্ষে কাজ করছে সেটা বড় করে দেখা হচ্ছে না। মূলত দেশী বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে অধিক ভোটারের উপস্থিতিতে উৎসব মুখর নির্বাচনই শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে সহায়ক ভূমিকা রাখবে। তাই দেশ বাচাতে ও আমার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সদস্য দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী, নাছির আহমদ আবু ছালেহ চৌধুরী মুক্তিযোদ্ধা আহমদ নবী, আলমগীর খালেদ, এমএজাজ চৌধুরী, সামশুল ইসলাম, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল সহ অনেকে।

এতে নির্বাচনে ৭ জানুয়ারি কেন্দ্রে উপস্থিত হয়ে সকলকে ভোট উৎসব করার আহবান জানানো হয়।