ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ স্মরণে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের দাবি পটিয়ায় ১৯৭১ এর থানার মোড়ের বিমান হামলা দিবস পালিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

মহান একাত্তরের ১৬ এপ্রিল পটিয়া সদরের থানার মোড় এলাকায় পাক বাহিনীর জঙ্গি বিমান থেকে নির্বিচারে এলোপাথাড়ি বোমা হামলা ও গুলিবর্ষণে নিহত হন হোমিও চিকিৎসক ছৈয়দ আহমদ, ব্যবসায়ী আমিনুল হক, পথচারী ফয়েজ আহমদ, ছৈয়দুল হক, আলী আকবর, আমীর আহমদ, আবুল খায়ের, বিজয় দে, মধুসূদন মিত্র, রমণীমোহন মজুমদার, সতীশ দেবনাথ, পীযুষ চৌধুরী, রবীন্দ্রলাল চৌধুরী, মঙ্গলাদেবী চৌধুরী, রিকশা চালক দুদু মিয়া, নছুমা খাতুন,ঘোড়াগাড়ি চালক উমর আলীসহ অন্তত বিশজন সাধারণ মানুষ।

আহত হন অর্ধশতাধিক। ধ্বংসস্তুপে পরিণত হয় থানার মোড় মসজিদ, এ এস রাহাত আলী হাইস্কুলসহ আশেপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান। মহান স্বাধীনতার ৫৪ বছরে ও থানার মোড়ে স্থায়ী কোন স্মৃতিসৌধ গড়ে উঠেনি।গতকাল বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অবিলম্বে শহীদ স্মৃতি স্মরণে স্মৃতি সৌধ নির্মাণের দাবি জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার১৬ এপ্রিল পটিয়া বিমান হামলা দিবস উপলক্ষে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে পটিয়া থানার মোড়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভা মেয়র মো. আয়ুব বাবুল, গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু,অধ্যাপক অজিত কুমার মিত্র, প্রধান শিক্ষক শ্যামল দে,এনামুল হক মনজু, এজিএম জাহাঙ্গীর আলম,জাহেদুল পাশা আকাশ, শিবলী সাদেক কফিল, ডাঃ পিন্টু, পৌর কাউন্সিলর শফিউল আলম, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ মোঃকাওসার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই বিমান হামলার স্মৃতিরক্ষা সহ নিহতদের স্মরণে বিগত ৫৩ বছরে কোন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি।

 

স্থানীয় প্রশাসন বিভিন্ন সময়ে স্মৃতিসৌধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি।পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু ও সদস্য সচিব আবদুর রহমান রুবেল এক বিবৃতিতে অবিলম্বে পটিয়া থানার মোড় চত্বরে শহীদদের স্মরণে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করার জোরালো দাবি জানান।