ই-পেপার | শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

শিব্বির আহমদ রানা,বাঁশখালী

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাঁশখালী উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ মনজুরুল আলম কে সভাপতি ও মোহাম্মদ ফারুক হোসাইন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ও পৌর কমিটিতে সুমন দত্ত সভাপতি, মোহাম্মদ শাহাবুদ্দিন (রবিন) কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের আংশিক কমিটি আগামী ৩ বছরের জন্য ঘোষণা করা হয়েছে।

গত সোমবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবাইর ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ও বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।