ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীবাসীকে মহিউদ্দিন মুরাদের ঈদ-উল আযহার শুভেচ্ছা

কর্ণফুলী প্রতিনিধি।।

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে কর্ণফুলী উপজেলার সর্বস্তরের জনগনকে ঈদ – উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ত্রাণ সম্পাদক মহিউদ্দিন মুরাদ।

শুভেচ্ছা বার্তায় বলেন- একটি বছর ঘুরে প্রতিবছরে ন‍্যায় আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা, বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া।

ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। দুস্থদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়। তিনি আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।

এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন।
ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা ২৪: