ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে সাহেব মিয়া (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আধুনগর সিকদার পাড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ার পূর্ব পাশে ভাদুইল্লার ডুরি এলাকায় এ ঘটনা ঘটে।

চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদীন বলেন, বন্যহাতির আক্রমণে সাহেব মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট