ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পতেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

 

“মিলবো সবাই প্রাণের বিদ্যাৎসবে” এই শ্লোগানকে উৎসাহিত করে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ আগামী ২২ডিসেম্বর পূণর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনে অস্থায়ী কার্যালয়ে সাবেক কাউন্সিলর হাজ্বী মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সভায় বিভিন্ন ব্যাচের দায়িত্বশীল ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থেকে উপকমিটির বিষয়ে সমন্বয় ও মতামত ব্যক্ত করেন।
এতে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও স়ংগঠক মোঃ নাছির আলম, মোঃ ওয়াহিদুল আলম মাষ্টার, আব্দুল হাই, মোঃ ফোরকান, মোঃ জানে আলম , মোঃ নাজমুল হুদা, মোঃ তৈয়ব আলী, মোঃ শাকিল হারুন, মোঃ আলী নূর, রফিকুল ইসলাম মোরশেদ, মোঃ দেলোয়ার হোসেন , মোঃ আলী নওশাদ, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন উপকমিটি, এলাকা ভিত্তিক প্রাক্তন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন ও ব্যাচ ভিত্তিক মহল্লা বৈঠক এবং পরবর্তী সময়ে বিভিন্ন উপকমিটির দায়িত্বশীলদের বৈঠক করে চূড়ান্ত মতামত প্রকাশ করা হবে। সভা থেকে সকল ব্যাচের দায়িত্বশীল ছাত্র প্রতিনিধিরা নিজ নিজ দায়িত্বে অনুষ্ঠানে জন্য নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

সিএনএনবাংলা২৪