ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রেললাইন ধরে হাঁটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় রেললাইন ধরে হাঁটার সময় রেলে কাটা পড়ে শাহ আলম (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার বরতইতলি গোবিন্দপুর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শেখ মোহাম্মদ আলী বলেছেন, ‘নিহত ব্যক্তি কানে কম শুনতেন। ফজরের নামাজের পর রেললাইন ধরে হাঁটার সময় ট্রেন আসার শব্দ শুনেনি। তখন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।’