ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় হযরত ইমাম হাসান হোসাইন (রা:) শান্তি সংঘের মাহফিল অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

পটিয়ার খানমোহনা হযরত ইমাম হাসান – হোসাইন (রা:) শান্তি সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) সম্পন্ন হয়েছে।

এতে বক্তারা বলেন, ইসলাম কখনো সত্য ও ন্যায় প্রতিষ্টার ক্ষেত্রে বিন্দুমাত্র আপস করে না। তার জলন্ত দৃষ্টান্ত হচ্ছে কারবালা মর্মদন্তু ঘটনা।

সেদিন যদি ভ্যাবিচারী এয়াজিদ এর সাথে তার অপকর্ম মেনে নিয়ে হযরত ইমাম হোসাইন (রাঃ) আপস করতেন তাহলে কারবালার মর্মান্তিক ঘটনার সৃষ্টি হতো না।এর মাঝে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, ইসলাম কখনো অসত্য অন্যায়ের সাথে চলতে পারে না।

 

তাই আদর্শিক জীবন গঠনে কারবালার ঘটনা যুগে যুগে সব মহলকে অনুপ্রাণিত করবে। এতে সভাপতিত্ব করেন খানমোহনা হজরত ইমাম হোসাইন (রা:) শান্তি সংঘের সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম,সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ এর সঞ্চালনায় এতে প্রধান মেহমান ছিলেন মৌলানা মুফতি গোলাম রব্বানী কাসেমী, উদ্বোধক ছিলেন ছালেহ আহমদ হাছান বানু ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান ডা: শাখাওয়াত হোসাইন হিরু, প্রধান আলোচক ছিলেন মাওলানা আবুন নুর মোহাম্মদ হাসান বিন নুরী, হাফেজ মাওলানা মুহাম্মদ রেজাউল করিম বদরী, মাওলানা আবদুশ শুক্কুর বদরী, হাফেজ মাওলানা মুহাম্মদ শহীদ ইকবাল আল কাদেরী উপস্থিত ছিলেন কমিটির অর্থ সম্পাদক মুহাম্মদ গোলাম সরোয়ার ইমন।

উপদেষ্টা-মুহাম্মদ সোহেল। সদস্য মোঃ জয়নুল আবেদীন,মোঃরাসেল,মোঃ ইমু মোঃসজিব,মোঃরিদুয়ান,মোঃআলী প্রমূখ।