ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

যাত্রীদের বাঁচাতে আরেক বাসের সাথে ধাক্কা, শিশুসহ আহত ৬

শিব্বির আহমদ রানা, বাঁশখালী

বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরগামী যাত্রীবাহী বাঁশখালী সুপার সার্ভিস নতুন ব্রিজে ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে আরেক বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে শিশুসহ ছয়জন যাত্রী আহত হয়েছেন। আগে থেকে সতর্ক থাকায় বড়ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে যান যাত্রীরা। এ ঘটনায় চালক পালিয়ে যান।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দুইটার সময় পথিমধ্যে চলন্ত অবস্থায় নতুন ব্রিজের উপর দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই বাসের যাত্রী, নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কাইচার উদ্দিন।

তিনি জানান, বাঁশখালী হতে চট্টগ্রাম শহরগামী যাত্রীবাহী বাঁশখালী সুপার সার্ভিস (চট্ট মেট্রো ০৫-০০৪১) হঠাৎ ব্রেকফেল করার কারণে চালক ব্রিজের উপর স্থির আরেকটি বাসে গিয়ে ধাক্কা দেয়। এতে চলন্ত যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাস বন্ধ হলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুসহ পাঁচ-ছয়জন পথচারী সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, বাসটি ব্রেকফেল করেছে, সে বিষয়ে আমরা যাত্রীরা আগে থেকেই অবগত হয়েছি। ভাগ্য ভাল যে, ব্রিজের সাথে ধাক্কা লাগলে বাসটি উল্টে গিয়ে নদীতে পড়ে যেতো। এতে বড় ধরণের দুর্ঘটনার আশংকা ছিল।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: