ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জানে আলমের ২য় স্মরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :
নগরীর দক্ষিণ পতেংগা (মাইজপাড়ার) কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রমিকনেতা, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃজানে আলমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে “আমরা পলাশ” আয়োজিত স্মরণসভা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,পুরস্কার বিতরনী অনুষ্ঠান, জীবনী নিয়ে ডকুমেন্টারী প্রদর্শনী গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এড: জানে আলম স্মরণ করিয়ে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন ,সাবেক ছাত্রনেতা,কেন্দ্রীয় আওয়ালীগের উপ-আইন বিষয়ক সদস্য ও শিকড় ফাউন্ডেশনের সেক্রেটারি ব্যারিষ্টার সওগাতুল আনোয়ার খাঁন,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দীন শ্যামল,৪১ নং ওয়ার্ড আওয়ালীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃনাসির আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফসিউল আলম,নগর আওয়ামী যুবলীগের সাবেক সদস্য , বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া-সংস্কৃতি সংগঠক মোঃ ওয়াহিদ হাসান, স়ংগঠক মোঃ জাহিদুল হাসান দূর্ভল সহ আমরা পলাশের নেতৃবৃন্দ এবং মরহুম জানে আলম পরিবারের সদস্য।
]
বক্তব্যে অতিথিবৃন্দরা বলেন, পতেঙ্গার এক সাহসী রাজনৈতিক সৈনিক ও সূর্য সন্তান কে হারিয়েছি আমরা,যা পূরণ হবার নয়। তার কর্মীয় অপূর্ণ তৃপ্তির কাজ গুলো করতে পারার জন্য ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

পরিশেষেআগত অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।