ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ হাজার ইয়াবাসহ বাঁশখালিতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিব্বির আহমদ রানা:

চট্টগ্রামের বাঁশখালি রুটে গভীর রাতে ইয়াবা পাচারের খবর পেয়ে চৌকি তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৪ জুন) রাত দেড়টার সময় বাঁশখালি থানাধীন পুঁইছড়ি ইউপিস্থ নাপোড়া বাজার লেদু মিয়ার লিজা কমিউনিটি সেন্টারের সামনে বাঁশখালি প্রধান সড়কের উপর এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- বড়গুনা বরগুনা সদর থানার মো. সোলায়মান (২১) ও কক্সবাজারের রামুর কাজল ধর (৩৫)।

বাঁশখালি থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদে খবর পেয়ে এসআই হাফিজের নেতৃত্বে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদকপাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪