ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমির ভান্ডার দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস উদযাপিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

চট্টগ্রাম মহানগরীতে আমির ভান্ডার জমাতে হিজবে রাসুল (সাঃ) বাংলাদেশ এর উদ্যোগে আলকরন আহমদিয়া আমিরিয়া হাশিমিয়া ঈসমাইলিয়া সুন্নীয়া মাদরাসা হতে গত ৯ রবিউল আউয়াল, সোমবার এক জশনে জুলুস বের করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন আউলাদে আমির ভান্ডারী শাহসূফি সৈয়দ করিমুল মোস্তফা শাহ আমির ভান্ডারী।

 

বক্তব্য রাখেন আমিরুল আউলিয়া সুন্নীয়া দাখিল মাদরাসার সুপার মৌলানা আবুল মোকাররম নঈমী, সমাজ হিতৈষী সেকান্দর হোসাইন মিয়া, মাওলানা জিয়াউল হোসাইন আমিরী, মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ ইউনুচ, মাওলানা জমির উদ্দিন, আনোয়ার ভান্ডারী, ফজলু ভান্ডারী তাহের ভান্ডারী প্রমুখ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন মন্জুরুল আলম চৌধুরী। উক্ত জুলুসে আমির ভান্ডারের আউলাদে পাক, আমিরুল আউলিয়া সুন্নীয়া দাখিল মাদরাসা, আলকরন আহমদিয়া আমিরিয়া হাসিমিয়া ঈসমাইলিয়া মাদরাসা, আমির ভান্ডার হাছনাত মওলা হিফজুল কোরআন মাদরাসা, আমির ভান্ডার পুরাতন বাড়ি মাদরাসা, মা ফাতেমা হেফজখানা ও এতিমখানার ছাত্রসহ শতশত রাসুলপ্রেমি অংশ নেন।

 

এতে তারা রাসুলের প্রতি সালাম, দরুদ ও নারায়ে তকবির শ্লোগানে পুরো নগরী মুখরিত করে তোলে। এতে বক্তারা বলেন, হুজুরে পাক (সা:) বিশ্ব মানবতার অগ্রদূত। তিনি পৃথিবীতে এসেই আইযামে জাহেলিয়ার যুগের বদ্ধমূল ধারনা পাল্টে দিয়েছিলেন।

 

তার আদর্শ অনুসরণের মাধ্যমে আদর্শিক জীবন গঠন সম্ভব। তারা বাতেল ফেরকার কুপ্ররোচনার বিরুদ্ধে বিশ্বব্যাপী রাসুল প্রেমিকদের সোচ্চার হওয়ার আহবান জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪