ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আন্তঃ একাডেমি প্রীতি ফুটবল ম্যাচে পাইওনিয়ার একাদশ ও জুনিয়র টিম ড্র

ক্রিড়াবাংলা:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯নং ওয়ার্ডে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আন্ত: একাডেমি দলের প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার (৮সেপ্টেম্বর) বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দিনে প্রধান অতিথি থেকে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিক মোঃ আনিসুল ইসলাম চৌধুরী।

এতপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স়ংগঠক মোঃ নিজাম উদ্দিন জ্যাকি, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও একাডেমির পরিচালক ,বীর মুক্তিযোদ্ধার সন্তান দেলোয়ার আমিন হারুন, ক্লাবের নির্বাহী সদস্য আব্দুল আজিজ।

 

একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার মুহাম্মদ বাবুল হোসেন বাবলার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ খোরশেদ আলম, মাঠ সমন্বয়কারী আমীর হোসেন খন্দকার, সদস্য মোঃ আব্দুর নূর, মোঃ ওমর ফারুক।

 

পরে প্রথমদিনের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ক্রীড়াঙ্গনে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে মনন বিকাশে খেলোয়াড়দের ঐক্যবদ্ধ ক্রীড়াশৈলী প্রদর্শন করতে হবে।

 

আগামী রবিবার ২য় প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় আন্তঃ ফুটবল টিমের সাথে পাইওনিয়ার ফুটবল টিম খেলবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট