ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া আমির ভান্ডার কমপ্লেক্সের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, পটিয়া:

চট্টগ্রামের পটিয়া আমির ভান্ডার কমপ্লেক্স ও আমির ভান্ডার সংসদের যৌথ উদ্যোগে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৮ তম পবিত্র জশনে জুলুস পটিয়া শহরে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আমির ভান্ডার কমপ্লেক্সের উদ্যোগে এক প্রস্তুতি সভা সভাপতি শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিনের সঞ্চালনায়
অনুষ্টিত হয়।

 

এতে বক্তব্য রাখেন কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, সহসভাপতি এস এম এ কে জাহাংগীর, মুহাম্মদ ইদ্রিস, প্রেসক্লাব সভাপতিের নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, আসাদুজ্জামান আমিরী তানিম, শাহজাদা মহিউদ্দিন আমিরী, মোহাম্মদ আলী বাবুল, সায়েম উল্লাহ আমিরী আছরার শাহ আমিরী, শাহজাদা সরওয়ার কামেল আমিরী, মো: নুরুল ইসলাম, অধ্যক্ষ মৌলানা আবুল মোকাররম আমিরী প্রমখ।

এতে জশনে জুলুস সফল করার জন্য কমিটি ও একাধিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া প্রতি বছরের ন্যায় এ বছরও জশনে জুলুসকে স্মরণীয় করে রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪