এম বশর চৌধুরী, উখিয়া :
উখিয়ার মনখালী বড় মসজিদ হেফজখানার ১ জন কোরআনের হাফেজ ও ৪ জন কোরআনের হাফেজ শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। মাদ্রাসার চলাচল রাস্তা বন্ধ করে দেওয়ার জের ধরে ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮ টার সময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ ঘটনা সংঘটিত করে।
আহতরা হলেন, হাফেজ জসিম (২২), মোঃ জয়নাল (১৪), জিয়াউর রহমান (১৩), মোঃ ওসমান (১৩) ও মোঃ জিহাদ (১১)। এ ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। নৃশংস এবং অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে এলাকার মানুষ ফুঁসে উঠেছে, যেকোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। দাবী উঠেছে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার।
এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি হাজী সাহাব উদ্দিন বাদী হয়ে ৬ জন সন্ত্রাসীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার এবং উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, মনখালী গর্জনবনিয়া গ্রামের রশিদ আহমদ, আব্দুস ছালাম, বাবুল মিয়া, জসিম উদ্দিন সহ একদল সন্ত্রাসী মনখালী বড় মসজিদগামী সরকারি চলাচল রাস্তা জোর দখলের অপচেষ্টা করে আসছে।
তারা প্রায় সময় রাস্তা বন্ধ করে মসজিদের মুসল্লী ও ছাত্র ছাত্রীদের চলাচলে বাধা দিয়ে আসছে।