ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে রিয়াজুদ্দিন বাজারে আগুনে ক্ষয়ক্ষতি

আবুল ফয়েজ চৌধুরী, চট্টগ্রাম :

 

চট্টগ্রামে রিয়াজুদ্দিন বাজারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, নন্দনকানন ফায়ার স্টেশনের ২ ইউনিট, চন্দনপুরা ফায়ার সার্ভিসের ২ ইউনিট ও আগ্রাবাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 

ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রিয়াজউদ্দিন বাজার আমতল সাফিনা হোটেলের পাশে এমএইচ চৌধুরী প্লাজার সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে রিয়াজউদ্দিন বাজারের দোকান মালিক ও কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

 

জানা যায়, মার্কেটটিতে বিয়ের কাপড় ছাড়াও মণিহারি, প্লাস্টিকের জিনিসপত্র ছিল। মার্কেটের উপরে আগুন লাগার কারণে জিনিসপত্র উদ্ধারের ব্যর্থ চেষ্টা হয়। আগুনের ফুলকির কারণে কেউ কাছে ভিড়তে পারেনি। রাত ১১ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। প্লাস্টিকের গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস প্রাথমিক ধারণা পোষণ করছে।